সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কুরর্কী গ্রামের আব্দুল হালিমের বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ওই পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে ওই পরিবার। ওইদিন গভীর রাতে আগুনে জ্বলছে টের পেয়ে তাদের ঘুম ভেঙে যায়। এ অগ্নিকাণ্ডে বসতবাড়ি, মালামাল, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। এতে উল্লিখিত টাকার ক্ষতি হয়েছে ওই পরিবারের দাবি।
ধারণা করা হচ্ছে, ওইদিন রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
এ অগ্নিকাণ্ডের সংবাদে রোববার সকালে উপজেলা নির্বাহী মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি ওই ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেন। এসময় স্থানীয় ইউপির প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু ও সিএ ইউসুফ আলীসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।