অসময়ে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বাড়ছে। ইতোমধ্যেই সিরাজগঞ্জের চরাঞ্চলের বিভিন্নস্থানে ডুবে গেছে মৌসুমি বাদামের ক্ষেত। এতে কৃষকের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কয়েকদিন ধরে যমুনার পানি বাড়ছে। এ কারণে যমুনার অভ্যন্তরে চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে চৌহালী, শাহজাদপুর, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে কৃষকের চীনা বাদাম ক্ষেত ডুবে গেছে। তবে বিশেষ করে চৌহালী উপজেলার সন্তোষা চরের শতাধিক বিঘা জমির চীনা বাদাম ডুবে গেছে।
এ চরের বাদাম চাষীরা জানান, এবার যমুনার জেগে ওঠা চরে লাভজনক চীনা বাদাম চাষ করা হয়েছে। ওই চরের স্থল ও খাসপুখুরিয়া ইউনিয়নসহ বিভিন্ন চরাঞ্চলে প্রায় আড়াই হাজার হেক্টর জমিতে এ বাদাম চাষ করা হয়। ২/১ সপ্তাহের মধ্যেই কৃষকের এ বাদাম ঘরে তোলা শেষ হবে। কিন্তু হঠাৎ করে যমুনা নদীতে পানি বাড়ছে। এতে কৃষকের বাদামের ক্ষেত ডুবে গেছে এবং কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহিদুল ইসলাম বলেন, যমুনায় টানা কয়েকদিন ধরে পানি বাড়তে থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতোমধ্যেই যমুনার চরাঞ্চলের বহু কৃষকের চীনা বাদাম ক্ষেত নষ্ট হয়ে গেছে।
এ বিষয়ে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হাসান আলোকিত বাংলাদেশকে বলেন, প্রায় সপ্তাহ ধরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনার পানি বাড়ছে। আর ২/১ দিন যমুনায় পানি বাড়তে পারে বলে তিনি উল্লেখ করেন।