কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়া উপজেলার ইনানীর পাটুয়ারটেকে ফরহাদ উদ্দিন আহমেদ নামের চট্টগ্রামের এক ব্যক্তির জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দখল করা জমিতে কাঠের স্থাপনার পর এবার দ্বিতল পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। গত ২৪ এপ্রিল থেকে এই নির্মাণ কাজ চালাচ্ছে অভিযুক্তরা। এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ফরহাদ উদ্দিন আহমেদ।
তিনি জানান, ২০১০ সালে স্থানীয় ফরিদ আলম থেকে মেরিনড্রাইভ লাগোয়া ১৬ শতক জমি ক্রয় করেন ফরহাদ উদ্দিন। ক্রয়ের পর সীমানা প্রাচীরও দেন। কিন্তু সম্পূর্ণ স্থানীয় আবু তাহের ও আবুল মঞ্জুর নেতৃত্বে একটি দল জোরপূর্বক ৮ শতক জমি জবর দখল করে। সেখানে স্থাপনা নির্মাণ করে রাতারাতি সী-সল্ট নামের একটি রেস্টুরেন্ট ব্যবসা চালু করে। একই সাথে ফরহাদ উদ্দিন ও তার স্ত্রীর নামে বায়না রেজিস্ট্রিকৃত আরো ২৮ শতকসহ মোট ৩৬ শতক জমি জবরদখল করেছে।
এই ঘটনায় থানা ও আদালতে একাধিক মামলা ও অভিযোগ দায়ের করেন জমির মালিক ফরহাদ উদ্দিন। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ১৪৪ ও ১৪৫ ধারাসহ বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করায়। কিন্তু সব নিষেধাজ্ঞা অমান্য জবরদখল অব্যাহত রেখেছে তারা।
ভুক্তভোগীর দাবি, সর্বশেষ গত ২৪ এপ্রিল থেকে দ্বিতল পাকা স্থাপনা নির্মাণ করছে অভিযুক্তরা। সেখানে প্রতিদিন নির্মাণকাজ চালাচ্ছে শ্রমিকরা। নিরুপায় হয়ে থানায় আবার একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জমি মালিক ফরহাদ উদ্দিন আহমেদ। অভিযোগের ভিত্তিতে শুক্রবার (২ মে) ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি দল।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আবু তাহের বলেন, 'আমরা কারো জমি দখল করিনি। আমাদের জমিতে আমরা দোকান নির্মাণ করছি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, 'অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। কাগজপত্র ও আদালতের নির্দেশনা অনুসারে অভিযোগকারীকে সহযোগিতা করবে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, জমি দখল ও হামলা এবং চাঁদাবাজির অভিযোগে জেল খেটেছেন আবুল মঞ্জুর ও আবু তাহেরসহ অন্যান্য অভিযুক্তরা।