সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় কৃষি বিভাগের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয় ‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রোগ্রামের আওতায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মো. মশকর আলী। বিশেষ অতিথি ছিলেন পার্টনার প্রোগ্রামের বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মাসুদ আহমেদ।
সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ সিফাত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজিম হোসেন, সমাজসেবা কর্মকর্তা মামুনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ তালুকদার এবং ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু।
কৃষকদের স্মার্ট কৃষি প্রযুক্তি, পুষ্টিকর শাকসবজি ও বিভিন্ন ফসল উৎপাদন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। কর্মসূচিতে স্থানীয় কৃষক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।