সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কলেজ ছাত্র আসিফ হোসাইন (১৯) হত্যা মামলায় জেলা আওয়ামীলীগের নেত্রী সাবেক এমপি জান্নাত আরা হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার বিকেলে সদর আমলি আদালতে হেনরীকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড আবেদন শুনানি শেষে বিজ্ঞ বিচারক কে.এম শাহরিয়ার বাপ্পি তাকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ওই আদালতের অতিরিক্ত পিপি এ্যাডঃ হুমায়ুন কবীর কর্নেল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, গত ২৩ মার্চ সিরাজগঞ্জ সদর আমলি আদালতে জান্নাত আরা হেনরীসহ আওয়ামী লীগের ৭৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ২’শ/৩’শ জনকে অজ্ঞাত আসামি করে নিহত ওই কলেজ ছাত্রের মা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ মামলার প্রধান আসামি সাবেক এমপি জান্নাত আরা হেনরী।
মামলার এজাহারে বলা হয়েছে, ওই কলেজ ছাত্র ও তার বন্ধু শাহীন বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় কর্মী ছিল। ২০২৪ সালের ৪ আগস্ট সকাল বেলায় ছাত্র সমন্বয়কদের ডাকে আসিফ হোসাইন আন্দোলনে যোগ দেয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় এবং শহরের চৌরাস্তা মোড়ে ছাত্র আন্দোলনে অংশ নেয়। ওইদিন দুপুরে শহরের ভিক্টোরিয়া কোয়ার্টার থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও সিরাজগঞ্জ-১ আসনের সাবেক এমপি তানভীর শাকিল জয়ের নেতৃত্বে সকল আসামিসহ অজ্ঞাতনামা আসামীরা অবৈধ অস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র জনতার উপর হামলা চালায় এবং আসামীরা কলেজ ছাত্র আসিফ হোসাইন ও তার বন্ধু শাহীন শেখকে মারপিট করে হত্যা করা হয়।
পরে তাদের লাশ সাবেক এমপি জান্নাত আরা হেনরীর বাসভবনের বাথরুমে লুকিয়ে রাখে এবং পরে তাদের লাশ পুড়িয়ে দেয়া হয়।
কলেজ ছাত্র আসিফ হোসাইনের লাশ সিরাজগঞ্জের শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়। লাশ শনাক্তের জন্য পরিবারের সদস্যদের ডিএনএ টেস্ট করা হয়। পরিবারের সঙ্গে ডিএনএ টেস্টে প্রমাণ মিললে চলতি বছরের ৪ মার্চ আসিফের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এবং এ ব্যাপারে ২৩ মার্চ এ মামলা দায়ের করা হয়।