সিরাজগঞ্জে নবম শ্রেণির স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলো, পৌর এলাকার সয়াধানগড়া মধ্যপাড়া মহল্লার সোলায়মান হোসেন (৩৫) ও লিটন সেখ (৪০)। সদর থানার ওসি হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গ্রেপ্তারকৃতরা ওই স্কুল ছাত্রীর বাড়ির পাশে প্রতিনিয়ত মাদক সেবন করতো এবং একপর্যায়ে স্কুল ছাত্রীর সঙ্গে তাদের পরিচয় হয়। বুধবার দুপুরের দিকে ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে কয়েকজন তাকে অপহরণ করে নিয়ে যায় এবং শিয়ালকোল বাজার এলাকার এক ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করে সোলায়মান। পরে বিশেষ কৌশলে ওই ছাত্রী পালিয়ে বাড়িতে যায়।
এ ব্যাপারে ওইদিন সন্ধ্যায় তার মা বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলায় শহরের সার্কিট হাউস এলাকায় অভিযান চালিয়ে ওই ২ জনকে গ্রেফতার করা হয় এবং বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে উল্লেখ করেন ওসি।