সিরাজগঞ্জে রায়গঞ্জে বিএনপি নেতা হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ শামসুল ইসলাম, বিএনপি নেতা হযরত আলী, মোকাদ্দেছ হোসেন সোহান, মনির হোসেন টপটেন প্রমুখ।
বক্তারা বলেন, বুধবার রাতে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তুষার তালুকদার ভূঞাগাঁতী থেকে বাড়ি ফিরছিল।
এসময় দেওভোগ ব্রিজ এলাকায় পৌঁছলে একদল মুখোশধারী সন্ত্রাসী মোটর সাইকেলের গতিরোধ করে এবং তাকে হত্যার উদ্দেশ্য মারপিট করে মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ হামলাকারীদের চিহ্নিত করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।