ঢাকা বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জের র‌্যাব-১২ এর সদস্যরা অভিযান চালিয়ে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধারসহ ৩ পাচারকারীকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার রাতে বগুড়ার শেরপুর উপজেলার রাজবাড়ি মুকুন্দ গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার রাজবাড়ি মকুন্দ গ্রামের আব্দুস সালামের ছেলে নাসিম উদ্দিন (২৮), একই গ্রামের মৃত আলিমুদ্দিন প্রামানিকের ছেলে ফরিদ প্রামানিক (৩৫) ও আড়ংশাইল গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে বুলবুল আহাম্মেদ (৪০)।

র‌্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মূল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ কাজে জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

কষ্টি পাথর,বিষ্ণু মূর্তি,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত