ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

লৌহজংয়ে মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

লৌহজংয়ে মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মুন্সীগঞ্জে মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৯ মে) বিকেল ৩টার দিকে লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা।

উদ্বোধনী ম্যাচে কলমা ইউনিয়ন বনাম হলদিয়া ইউনিয়ন অংশগ্রহণ করে।

টুর্নামেন্টের উদ্বোধন শেষে প্রধান অতিথি মিজানুর রহমান সিনহা বলেন, এই মাঠে এক সময় আমরা দেশের বিখ্যাত শিল্পী নিয়ে ক্রিকেট খেলার অনুষ্ঠান করেছিলাম। আগামী দিনে এই মাঠ থেকে ভালো খেলোয়াড় তৈরি হবে।

মরহুম হামিদুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে লৌহজং থানা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান চাকলাদার অপু'র সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএম পরশ।

আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমির হোসেন দোলন, কলমা ইউনিয়নের বিএনপির সভাপতি আলহাজ্ব কে.এম রিয়াজুল ইসলাম তুহিন,থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কলমা লক্ষ্মীকান্ত হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটির অভিভাবক সদস্য মো.আক্তার হোসেনসহ বিএনপির অঙ্গসংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করেছে।

স্মৃতি ফুটবল টুর্নামেন্ট,উদ্বোধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত