সিরাজগঞ্জ সদর উপজেলার সদানন্দপুর গ্রামে অভিযান চালিয়ে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক কারবারি মিলনকে (২২) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সে ওই উপজেলার সরাইচন্ডি পূর্বপাড়া গ্রামের রইচ উদ্দিনের ছেলে।
ওসি (ডিবি) একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ ফারুক হোসেনের দিকনির্দেশনায় শুক্রবার রাতে উল্লিখিত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।