সাভারে পৃথক দুটি স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।
সোমবার (১২ মে) দুপুরে সাভারের সিএন্ডবি এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের ও ঢাকা-আরিচা মহাসড়কের পাশে রেডিও অফিসের ইউটার্নের পাশ থেকে অপর একজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের একজনের নাম আব্দুল খালেক (৭৫), তিনি টাঙ্গাইলের নাহরপুর থানার নাথুরা এলাকার মৃত নওজেশ আলীর ছেলে। তবে অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) খবর দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, দুপুরে স্থানীয় ও পথচারীদের খবরের ভিত্তিতে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনী এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। অপর জন আব্দুল খালেকের মরদেহ সিএন্ডবি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা জানা যায়নি, ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে ।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামসুল আলম বলেন, দুপুরে ওই দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়াও কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।