ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া গ্রামে নানীর সাথে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশু সাব্বির হোসেনের (৭) মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আব্দুল মমিনের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আব্দুল মমিন স্ত্রী সন্তান নিয়ে ঈদ আনন্দ করতে একই এলাকার শ্রীকোলা শ্বশুর বাড়ি আসেন।

বুধবার দুপুরের দিকে সাব্বির নানীর সাথে বিল সূর্য নদীতে গোসল করতে যায়। এ সময় ওই শিশু নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়। বহু খোঁজাখুঁজি করে তার সন্ধ্যান পায়নি এবং বিকেলের দিকে ওই নদীর ভাটি এলাকায় তার লাশ ভেসে ওঠে।

স্থানীয়রা তার লাশ উদ্ধার করে এবং এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

ডুবে,শিশুর মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত