সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঈশ্বরপুর গ্রামে জমি সংক্রান্ত ঘটনায় কৃষক নজিবরের বাড়িতে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে ওই কৃষক পরিবারের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, উক্ত উপজেলার কাটাবাড়ি মৌজায় ৩০ শতক জমি নিয়ে ওই কৃষকের সাথে পার্শ্ববর্তী নাটোরের গুরুদাসপুর উপজেলার বাহাদুর পাড়া (শিকারপাড়া) গ্রামের আব্দুল ছাত্তার মন্ডল গং এর বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। এ নিয়ে আদালতে উভয় পক্ষের মামলাও চলমান রয়েছে।
এরই জের ধরে সোমবার ভোররাতে আব্দুল ছাত্তার মন্ডল গং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই কৃষক নজিবর রহমানের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তার বাড়ির আঙ্গিনায় ১২ টি লিচু গাছ, ১০টি আম গাছ, ৫০ টি সুপারি গাছ কেটে ফেলা হয়েছে। একপর্যায়ে তারা ঘরে প্রবেশ করে ভাঙচুর করে এবং ৪ বস্তা চাল, ৯ মন সরিষা, ১৫ মন রসুন, সাড়ে ৪ লাখ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ বিষয়ে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান আলোকিত বাংলাদেশকে বলেন, দীর্ঘদিন ধরে ওই ২ পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার ভোর রাতে এ হামলার সংবাদে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই কৃষক। এ অভিযোগ দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করেন ওসি।