গাজীপুরের শ্রীপুরে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) গাজীপুর-৪ অঞ্চলের উদ্যোগে ক্ষুদ্রঋণ কার্যক্রমের উপকারভোগী সদস্যদের সন্তান দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ মে) দুপুরে উপজেলা ক্ষণিকা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৯ জন শিক্ষার্থীকে মোট ৪ লাখ ৬৮ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ।
ডিএসকে-র সহকারী পরিচালক জাকির হোসেনের সভাপতিত্বে ও গাজীপুর-৪ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ফিরুজ মিয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার পারভীন আক্তার প্রমুখ।
ডিএসকে জানায়, এসএসসি পাস করা শিক্ষার্থীদের ১২ হাজার এবং এইচএসসি পাস করা শিক্ষার্থীদের ২৪ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়েছে। এই উদ্যোগের জন্য উপকারভোগীরা ডিএসকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।