ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

'আ.লীগের আমলে দেশে শিকারি সাংবাদিকতা হয়েছে'

পিআইবি'র মহাপরিচালক ফারুক ওয়াসিফ
'আ.লীগের আমলে দেশে শিকারি সাংবাদিকতা হয়েছে'
পিআইবি'র মহাপরিচালক ফারুক ওয়াসিফের কাছ থেকে সনদ নিচ্ছেন আলোকিত বাংলাদেশ এর কক্সবাজার অফিস প্রধান এএইচ সেলিম উল্লাহ।

আওয়ামী লীগের আমলে দেশে শিকারি সাংবাদিকতা হয়েছে। আর এই পুরো কাজের সহযোগী ছিল সাংবাদিকরা। কক্সবাজারে মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)'র মহাপরিচালক ফারুক ওয়াসিফ এমন মন্তব্য করেছেন।

তিনি বলেন, অনেকে সাংবাদিকতা করতে গিয়ে লিখনির মাধ্যমে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চেয়েছে। কিছু মানুষকে জঙ্গি তকমা লাগিয়ে দিয়েছে, যাতে করে তাদেরকে গুম ও হত্যা করা যায়। তিনি মনে করেন, হত্যার জন্য বৈধতার পথ তৈরি করে দিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

পিআইবি মহাপরিচালক আরো বলেন, আওয়ামী লীগের আমলে অনুসন্ধানী প্রতিবেদনের নামে নানা মিথ্যাচার ও প্রোপাগান্ডা ছড়িয়েছে সাংবাদিকেরা। একারণে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার পক্ষে লেখালিখিসহ পুরো কাজে মিডিয়াকে ব্যবহার করেছে। না হলে ফ্যাসিবাদ এতদিন টিকতো না, বললেন ফারুক ওয়াসিফ।

তিনি বলেন, এসবের মাঝেও কিছু গণমাধ্যম সত্য লিখে গিয়েছে। ছাত্রজনতা জুলাই আন্দোলনের সাহস পেয়েছে। যার ফলশ্রুতিতে আজকের নতুন বাংলাদেশ।

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের অ্যাডহক কমিটির সদস্য মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ৩দিনের মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শেষে মহাপরিচালক ফারুক ওয়াসিফের কাছ থেকে সনদ গ্রহণ করেন সবাই।

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের প্রতিষ্ঠাতা সদস্য ও কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রবীণ সাংবাদিক এস এম আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

তিনদিন ব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ সমন্বয় করেন পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ।

সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, সিনিয়র সাংবাদিক যথাক্রমে কামাল হোসেন আজাদ, নুরুল ইসলাম হেলালি, শামসুল হক শারেক, ইকরাম চৌধুরী টিপু সহ সিনিয়র সাংবাদিক ও পিআইবি কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে প্রশিক্ষণের অনুভূতি প্রকাশ করেন সাংবাদিক ইমাম খাইর ও শাহেদ মিজান।

প্রসঙ্গত গত ২৩ মে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সহযোগিতায় 'সাংবাদিকদের প্রশিক্ষণ শুরু হয়। এতে বিভিন্ন মাল্টিমিডিয়া, টেলিভিশন ও নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।

আ.লীগ,মহাপরিচালক,ফারুক ওয়াসিফ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত