ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

কুলাউড়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলা শুরু

কুলাউড়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলা শুরু

মৌলভীবাজারের কুলাউড়ায় ৩দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে।

রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন। মেলা উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ এলাকা থেকে শুরু হয়ে উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন বলেন, সরকারি সেবা জনগণের কাছে পৌঁছে দেয়ার জন্য এ মেলার আয়োজন করা হয়েছে। ভূমি সংক্রান্ত সকল জটিলতা সমাধানে ভূমি অফিসে কর্মকর্তারা জনগণকে সেবা প্রদান করবেন।

কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, সাংবাদিক আজিজুল ইসলাম, ময়নুল হক পবন, এস আর অনি চৌধুরী ও হাবিবুর রহমান হোসাইন, ছাত্র নেতা মো. ফরহাদ মাহমুদ, লিংকন তালুকদার, নাহিদুর রহমান প্রমুখ।

সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, এই মেলায় ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান দেওয়া হচ্ছে। একই ছাদের নিচে নামজারি, খাজনা পরিশোধ, দলিল সংক্রান্ত পরামর্শ ও সেটেলমেন্ট সংক্রান্ত সার্বিক সেবা দেয়া হবে। মেলা চলাকালে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা দেয়া হবে।

ভূমি,মেলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত