ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

দেবহাটায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

দেবহাটায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভূমিহীন জনপদে শান্তি বজায় রাখা এবং রুপসী ম্যানগ্রোভ এলাকার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারের বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই লেলিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা সরকারি বিবিএমপি হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজ ও সদস্য সচিব মো. আব্দুল্লাহ, সাতক্ষীরা কমিটির সদস্য ইমরান বাশার, এসআই সুজন তালুকদার, টাউনশ্রীপুর বিজিবির সুবেদার আরজুল বিশ্বাস, দেবহাটা বিওপির কমান্ডার বশির আহম্মেদ এবং সাংবাদিক সিরাজুল ইসলামসহ আরও অনেকে।

সভায় অংশগ্রহণকারীরা উপজেলার সার্বিক উন্নয়ন, নিরাপত্তা এবং পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সমন্বয় সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত