‘দেশী ফল বেশী খাই, আসুন ফলের গাছ লাগাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টায় কক্সবাজার শহরের এন্ডারসন রোডস্থ খামারবাড়ি কার্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরান হোসাইন সজীব।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “ফল মানুষের খাদ্যাভ্যাসে বৈচিত্র্য আনে এবং ফলের মাধ্যমে প্রাকৃতিকভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ফল ভিটামিন, খনিজ, অ্যান্টি-অক্সিডেন্ট এবং ফাইবারের উৎকৃষ্ট উৎস। তাই সবাইকে নিয়মিত দেশীয় মৌসুমী ফল খাওয়ার অভ্যাস গড়তে হবে।”
তারা আরও বলেন, বাড়ির আঙিনা, ছাদ ও সম্ভাবনাময় জায়গায় ফলজ গাছ রোপণ করে নিজের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পুষ্টির ঘাটতিও দূর করা সম্ভব।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক ড. বিমল কুমার প্রামানিক-এর সভাপতিত্বে এবং কৃষি তথ্য সার্ভিস কক্সবাজারের কর্মকর্তা মো. লোকমান হাকিম-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদ হাসান, ঝিলংজা হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ কুতুব উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা শাওন দেব, কক্সবাজার জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম ও আদর্শ ফলচাষি তারেকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ ছাত্রছাত্রীদের মাঝে দেশীয় ফলের চারা বিতরণ করেন। মেলায় বিভিন্ন দেশীয় ফলে সমৃদ্ধ ৯টি স্টল প্রদর্শনীর জন্যে সাজানো হয়েছে।
এই আয়োজনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা কৃষি কর্মকর্তাসহ প্রায় ২০০ জন কৃষক, কৃষাণী, ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।