রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ার শামীম সরণিতে একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভবনটিতে পারিবারিক ফ্ল্যাটের পাশাপাশি বাণিজ্যিক দোকানও রয়েছে। ফলে আগুন লাগার সঙ্গে সঙ্গে তা ভবনের একাধিক অংশে দ্রুত ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে হঠাৎ ধোঁয়া দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই তাৎক্ষণিকভাবে ভবন থেকে বেরিয়ে আসেন। ঘটনাস্থলে ভিড় জমে যায়, এতে আশপাশের সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত হয়েছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানাবে ফায়ার সার্ভিস।