“মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ে তুলি”—এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশ ও সাংবাদিকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জুন) বিকেল ৫টায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশের আয়োজনে গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে গোয়ালন্দ ঘাট থানা সেরা একাদশ বনাম গোয়ালন্দ থানা সাংবাদিক সেরা একাদশ। ৪-২ গোলের ব্যবধানে থানা একাদশ বিজয়ী হয়। খেলায় যৌথভাবে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের স্ট্রাইকার ও রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং সাংবাদিক একাদশের জাকির হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব।
তিনি বলেন, “পুলিশ ও সাংবাদিক—উভয়ই দেশের কল্যাণে কাজ করে। তাদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সমাজের জন্য ইতিবাচক। মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে এই আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়।”
খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। খেলাটি উপভোগ করতে মাঠে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।