ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে সাড়ে ৮ লাখ শিশু-কিশোর পাবে টাইফয়েডের টীকা

রংপুরে সাড়ে ৮ লাখ শিশু-কিশোর পাবে টাইফয়েডের টীকা

রংপুর জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় আগামী ১২ অক্টোবর রোববার থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সাড়ে ৮ লাখ শিশু-কিশোরকে টাইফয়েডের টিকা দেয়া হবে।

এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ২ লাখ ১০ হাজার ৬১৯ জন শিশু ও জেলার ৮ উপজেলায় ৬ লাখ ৪৮ হাজার ৮৫৪ জন শিশু-কিশোর রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ১ লাখ ৮১ হাজার ৯৯ জন এবং সিটি কর্পোরেশন এলাকার ৪০ হাজার ৮৫২ জন নিবন্ধনের আওতায় এসেছে বলে জানানো হয়। তবে নির্ধারিত সময়ে নিবন্ধিত-অনিবন্ধিত সকল শিশু কিশোরকে এ টীকার আওতায় আনা হবে।

বৃহস্পতিবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশন সভাকক্ষে এবং বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সদর হাসপাতাল মিলনায়তনে আয়োজিত পৃথক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এ সময় জানানো হয়, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের নীচের শিশু-কিশোরকে টাইফয়েড টীকা দেয়া হবে। টাইফয়েডের টীকায় কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যথাযথ প্রক্রিয়ায় এসব টিকা সংরক্ষণ করা হয়। তবে জ্বরে আক্রান্ত বা অসুস্থ কোনো শিশু কিশোরকে এ টীকা দেয়া যাবে না।

রংপুর সিটি কর্পোরেশন সভাকক্ষে আায়োজিত সংবাদ সম্মেলনে সিটি কর্পোরেশন প্রশাসক মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, আগামী ১২ অক্টোবর রোববার রংপুর নগরীর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে তিনি এই কর্মসূচির উদ্বোধন করবেন। এখানে ২ হাজার শিক্ষার্থীর মাঝে টাইফয়েড টিকা দেয়া হবে। এছাড়া সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডের ১৯৮ জন স্বাস্থ্য কর্মীর তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবকরা এ ব্যাপারে দায়িত্ব পালন করবেন। এসময় সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান এবনে তাজ বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এদিকে বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সদর হাসপাতাল মিলনায়তনে পৃথক সংবাদ সম্মেলন করেন জেলার সিভিল সার্জন ডাক্তার শাহীন সুলতানা। তিনি জানান, আগামী ১২ই অক্টোবর রোববার রংপুর সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়নের ধাপেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি থেকে এই কর্মসূচির উদ্বোধন করবেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। কর্মসূচি সফল করতে ১ হাজার ৯১৬টি টিমের আওতায় ৫ হাজার ৭৪৮ জন ভলান্টিয়ার দায়িত্ব পালন করবেন। কর্মসূচি সফল করতে মোট ৩ হাজার ২৭৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রথম পর্যায়ে টিকা দেয়া হবে।

শিশু-কিশোর,টাইফয়েড,টীকা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত