কক্সবাজারের রামু উপজেলার সোনাইছড়ি খালে পানির স্রোতে ভেসে যাওয়া কৃষক শামসুল আলমের মৃতদেহ ২দিন পর উদ্ধার হয়েছে।
রোববার (২২ জুন) বিকেল ৩টায় খালের নিখোঁজ হওয়া অংশে তার মৃতদেহ ভেসে ওঠে।
শামসুল আলম (৫০) উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব পাড়ার বাঁচা মিয়ার ছেলে।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার (২০ জুন) বিকেলে গরু নিয়ে বাড়ি ফেরার সময় খালের পানির প্রবল স্রোতে ডুবে যান কৃষক শামসুল আলম।
শনিবার (২১ জুন) সকালে রামু ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এবং বিকেলে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ ডুবুরি দল প্রাণপণ চেষ্টা চালালেও নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়নি।
দীর্ঘসময় পেরিয়ে গেলেও শামসুল আলমের কোনো খোঁজ না পাওয়ায় তার পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করে। সন্তানদের আহাজারিতে ভারী হয়ে উঠে বাতাস। সবশেষে রোববার বিকেলে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। মৃতদেহ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।