ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বিএনপির ১৩ নেতাকে শোকজ

সিরাজগঞ্জে বিএনপির ১৩ নেতাকে শোকজ

সিরাজগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ১৩ নেতাকে শোকজ করা হয়েছে।

জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তারা হলেন- জেলা বিএনপির উপদেষ্টা ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক দুলাল হোসেন খান, জেলা বিএনপির উপদেষ্টা ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, জেলা বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, জেলা বিএনপির উপদেষ্টা কামাল হোসেন, আমিনুল বারী তালুকদার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ব্যারিস্টার আব্দুল বাতেন, জেলা বিএনপির নির্বাহী সদস্য রহিত মান্নান লেলিন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম ভূইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মন্ডল, সাবেক সদস্য আব্দুল হাশেম মেম্বার, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম হিরণ ও সাবেক সাংগঠনিক সম্পাদক রুম বাদশা ।

সেইসাথে দলের সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আরো ২১ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, গত ২০ জুন তাড়াশ উপজেলার শাহ শরীফ জিন্দানী (রহ :) এর মাজার জিয়ারতের সময় উল্লেখিত নেতাকর্মীদের উপস্থিতিতে শ্লোগানে বলা হয়, ‘টুকু ভাইয়ের সালাম নিন, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন’। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা দলীয় শৃঙ্খলা পরিপন্থি। এ অবস্থায় আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা ৪৮ ঘণ্টার মধ্যে জেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর সশরীরে উপস্থিত হয়ে আপনাদের লিখিত জবাব প্রদানের করার জন্য নির্দেশ পূর্বক অনুরোধ করা হলো এবং বিএনপির সহযোগী সংগঠনের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান আলোকিত বাংলাদেশকে বলেন, ইতোমধ্যেই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে কঠোর দলীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

বিএনপি,শোকজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত