ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার এক বিএনপি নেতার ছবি কেটে তার সঙ্গে নারীর অশ্লীল ছবি যুক্ত করে অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২৯ জুন) সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী এলাকায় এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীসহ এলাকার সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য আসাদুজ্জামান মুন্সী, ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম সর্দার, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম রাষ্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খাবিরুর রহমান মনির, স্বেচ্ছাসেবকদলের ইউনিয়ন আহ্বায়ক রফিকুল ইসলাম, যুবদল নেতা লিয়াকত আলী মোল্লা, উপজেলা যুবদল নেতা মনির মোল্লা, উপজেলার ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলার 'বুধন্তী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজাহিদ ইসলাম সোহেলের বিরুদ্ধে একটি মহল অপপ্রচারে লিপ্ত। তার একটি ছবি কেটে নারীর অশ্লীল ছবির সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। এছাড়া কোনো ধরনের অভিযোগ না থাকলেও তাকে চাঁদাবাজ আখ্যায়িত করা হয়। এমন অপপ্রচার বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়।
মুজাহিদ ইসলাম সোহেল বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ ডাহা মিথ্যা। এডিট করে আমার ছবি ফেসবুকে ছাড়া হয়। এ ঘটনায় আমি আদালতে অভিযোগ দিয়েছি। আদালত সিআইডিকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।