সিরাজগঞ্জের সলংগা থানা হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ এর সদস্যরা।
তারা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ী গ্রামের মামুন দুলাল (৩৪) ও শ্রী সুমন কর্মকার (৩৫)।
র্যাব -১২’র মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১’শ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ ২২ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ কারবারিতে জড়িত ছিলেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।