ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কানাডায় অবকাশ যাপনে হিমি

কানাডায় অবকাশ যাপনে হিমি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি অভিনয়ের গুণে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। পর্দার বাইরেও তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, যেখানে নিজের জীবনের বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

সম্প্রতি তিনি অবকাশ যাপনের উদ্দেশ্যে কানাডা ঘুরতে গেছেন। সেখান থেকে একের পর এক ছবিও পোস্ট করেছেন নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।

শেয়ার করা ছবিগুলোতে দেখা গেছে—কখনও রোদচশমা পরে রাস্তায় হাঁটছেন, কখনও আবার খোলা চুলে, স্টাইলিশ টপসে, মিষ্টি হাসি ছড়িয়ে তুলছেন সেলফি। ভিন্ন ভিন্ন লোকেশনে তাঁর ফটোশুট নজর কেড়েছে অনুরাগীদের।

একটি ছবির ক্যাপশনে হিমি লিখেছেন, ‘শিটস ক্রিক-এর মতো জীবন কাটাচ্ছি।’ এই পোস্ট ঘিরে কমেন্ট বক্সে ভক্তদের প্রশংসার বন্যা বইছে।

একজন লিখেছেন, ‘হিমিও বিদেশে গেছে, কিন্তু কী সুন্দর পোশাক পরেছে!’ আরেকজনের মন্তব্য, ‘চোখ দুটো দেখতে দারুণ সুন্দর।’

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজে যাত্রা শুরু করেন হিমি। এরপর থেকেই নিয়মিত নাটকে অভিনয় করছেন। অভিনেতা নিলয়ের সঙ্গে তাঁর জুটি দর্শকমহলে বেশ জনপ্রিয়।

কানাডায়,হিমি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত