ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

অবহেলায় দিনাজপুর রেলওয়ে থানা, নেই যাতায়াতের সুষ্ঠু ব্যবস্থা

অবহেলায় দিনাজপুর রেলওয়ে থানা, নেই যাতায়াতের সুষ্ঠু ব্যবস্থা

ব্রিটিশ আমল থেকে যুগের পর যুগ ধরে অবহেলার শিকার হয়ে আছে দিনাজপুর রেলওয়ে থানা। অফিসের অভ্যন্তরে পুলিশ ভ্যান, মোটরসাইকেলসহ কোনও সুষ্ঠু যাতায়াত ও গাড়ি পার্কিং ব্যবস্থা নেই। বাধ্য হয়ে পুলিশ কর্মকর্তাসহ সদস্যদের রেলওয়ে স্টেশনের ওপর দিয়ে অতি কষ্টে দায়িত্ব পালন করতে হচ্ছে।

দিনাজপুর রেলওয়ে থানার সীমানা পার্বতীপুর আউটার থেকে পঞ্চগড়, আবার রাধিকাপুর থেকে দিনাজপুর রেলওয়ে স্টেশন প্রায় ১৫০কিলোমিটার এলাকায় ডিউটি করতে হয়ে পুলিশ সদস্যদের। দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে নিহত আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতেও ঝামেলায় পড়তে হয় তাদের। রেল যাত্রী সম্পর্কিত বিভিন্ন সমস্যায় মারাত্মক ভোগান্তিতে পড়তে হয় জিআরপি পুলিশ সদস্যদের। দিনাজপুর ষষ্ঠী তলার মোড় থেকে রেললাইনের ধার দিয়ে কাদা-পানি ও পাথরের ওপর দিয়েই যাতায়াত করতে হয় জিআরপি পুলিশ সদস্যদের। কোন প্রকার রাস্তা না থাকার বিষয়ে জনসাধারণ না জানায় বিভিন্ন সময় বিতর্কের মুখেও পড়েন পুলিশ সদস্যরা।

দিনাজপুর রেলওয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মান্নান এ বিষয়ে বলেন, আমাদের থানার যে পরিকাঠামো এবং যাতায়াত ব্যবস্থার অভাব, তা দায়িত্ব পালনের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করছে। থানার গাড়ি চলাচলের কোনও ব্যবস্থা না থাকায় প্রয়োজনীয় কাজ করতে যথেষ্ট সমস্যা হয়। অফিসার ইনচার্জ আরও জানান, থানায় যাতায়াত ও গাড়ি পার্কিং ব্যবস্থা না থাকায় প্রতিদিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। প্রয়োজনে তৎক্ষণাৎ অভিযানের ক্ষেত্রেও প্রভাব পড়ে।

স্থানীয় প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি বিষয়টি সমাধানের অনুরোধ জানিয়ে তিনি বলেন, দিনাজপুর রেলওয়ে থানার আধুনিকীকরণ, পার্কিং এবং সুষ্ঠু যাতায়াত ব্যবস্থার ব্যবস্থা করা হলে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে কার্যকারিতা বাড়বে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

উল্লেখ্য, দিনাজপুর রেলওয়ে থানা যুগের পর যুগ ধরে এই সংকটের মধ্যে রয়েছে। তবে এই সমস্যার সমাধানে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত এই সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন থানার পুলিশ কর্মকর্তারা।

দিনাজপুর রেলওয়ে থানা,যাতায়াত,অবহেলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত