মৌলভীবাজার জেলায় জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদের যাচাই-বাছাই (ভেরিফিকেশন) কার্যক্রম নিয়ে কিছু সম্মানিত নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি জেলা পুলিশের দৃষ্টিগোচর হয়েছে।
জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা জানান, জুলাই যোদ্ধাদের তালিকা নিয়ে এর আগে, বিশেষ করে কুলাউড়ার ২৮ জনকে ঘিরে বিভিন্ন মাধ্যমে আলোচনা-সমালোচনা হয়েছে। যাতে এই তালিকায় কোনো ভুয়া নাম যুক্ত না হয় এবং ভবিষ্যতে বিতর্কের সৃষ্টি না হয়, সে লক্ষ্যে যাচাই-বাছাই কমিটি সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করছে।
তিনি বলেন, প্রকৃত আহত ব্যক্তিদের সঠিকভাবে তালিকাভুক্ত করতে তথ্য-প্রমাণ যাচাই প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে। কোনো প্রকার অবমাননাকর প্রশ্ন বা বক্তব্য কমিটির পক্ষ থেকে করা হয়নি। কাউকে হয়রানি বা অপমান করারও কোনো উদ্দেশ্য ছিল না।
পুলিশ সুপার বলেন, জুলাই আন্দোলন নিয়ে কেউ যেন প্রতারণা করতে না পারে এবং প্রকৃত আহতরা যাতে সম্মান ও ন্যায্য মর্যাদা পান, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, তারপরও কোনো বক্তব্য বা আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি কমিটির একজন সদস্য হিসেবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। মৌলভীবাজারের সম্মানিত নাগরিকদের বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরার অনুরোধ জানাচ্ছি। যাচাই-বাছাই কার্যক্রম স্বচ্ছ ও ন্যায়সঙ্গতভাবে চলমান আছে।