ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

জুলাই আন্দোলন ছিল স্বাধীনতার আগুন জ্বালানো শিখা: রাবিপ্রবি উপাচার্য

জুলাই আন্দোলন ছিল স্বাধীনতার আগুন জ্বালানো শিখা: রাবিপ্রবি উপাচার্য

জুলাই আন্দোলন ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আগুন জ্বালানো এক শিখা। শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের রক্ত বৃথা যায়নি। তাঁদের আত্মত্যাগ আজকের স্বাধীন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর। এমনই গভীর শ্রদ্ধা ও উপলব্ধি থেকে বক্তব্য রাখেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. আতিয়ার রহমান।

বুধবার (১৬ জুলাই) ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন “জুলাই গণঅভ্যুত্থান স্মৃতিস্তম্ভ”-এ পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ বক্তব্য প্রদান করেন।

এর আ‌গে উপাচার্যের নেতৃত্বে সকাল ৯টায় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর এক মিনিট নীরবতা পালন ও দোয়ার মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়।

পরে একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে ‘ফিরে দেখা জুলাই’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন উপাচার্য নিজেই।

তিনি বলেন, জুলাই ২০২৪-এর গণআন্দোলন ছিলো দেশের রাজনৈতিক ইতিহাসে এক ঐতিহাসিক বাঁক। যারা এই আন্দোলনে জীবন দিয়েছিলেন, তাঁরা ছিলেন আমাদের গণতান্ত্রিক অধিকার ও ন্যায়ের জন্য লড়াইয়ের পথপ্রদর্শক। রাবিপ্রবি সেই চেতনার ধারক হিসেবে নতুন প্রজন্মকে প্রস্তুত করতে দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি আরও বলেন, এই দিবস আমাদের শুধুমাত্র অতীত স্মরণ করায় না, বরং ভবিষ্যতের জন্য আমাদের দায়িত্বও মনে করিয়ে দেয়। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা—সবাইকে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার কাজে যুক্ত হতে হবে।

সভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন নরওয়ে ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস, নরওয়ে-এর অধ্যাপক ড. এস. এম. আব্দুল কুদ্দুস।

তিনি বলেন, জুলাইয়ের আত্মদান শুধু অতীতের একটি ঘটনা নয়, এটি ভবিষ্যতের বাংলাদেশ গড়ার একটি শক্তিশালী প্রেরণা। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের আদর্শ ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ করতে এই দিবসের গুরুত্ব ও তাৎপর্য অনন্য।

রাবিপ্রবির জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক, মো. সাইফুল আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রা‌খেন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. সুপ্রিয় চাকমা, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগ ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, শিক্ষার্থী প্রতিনিধি হাছিবুর রহমান মিসকাত ও নিকিতা, কর্মকর্তা প্রতিনিধি কম্পিউটার প্রোগ্রামার এ.এম. শাহেদ আনোয়ার। সমাপনী বক্তব্য রা‌খেন সহযোগী অধ্যাপক, ম্যানেজমেন্ট বিভাগ ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির।

জুলাই আন্দোলন,রাবিপ্রবি,উপাচার্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত