ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

অপরাধে জড়ালে আজীবনের জন্য নিষিদ্ধ হবেন: ব্যারিস্টার মীর হেলাল

অপরাধে জড়ালে আজীবনের জন্য নিষিদ্ধ হবেন: ব্যারিস্টার মীর হেলাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে ‘নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন’ কর্মসূচি।

বুধবার (১৬ জুলাই) জেলা বিএন‌পির কার্যালয়ে রাঙামাটি জেলা বিএন‌পি আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি’র কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, অপরাধে জড়ালে যতই আন্দোলনের সহযোদ্ধা হোন না কেন, আজীবনের জন্য নিষিদ্ধ হবেন। দলের শৃঙ্খলা প্রশ্নে কোনো আপোস নেই।”

তিনি বলেন, “বিএনপি একটি আদর্শিক সংগঠন। এখানে চরিত্রহীন, দুর্নীতিবাজ বা অপরাধপ্রবণ কেউ স্থান পাবে না। সংগঠনকে ঢেলে সাজাতে এবং ত্যাগীদের মূল্যায়ন করতেই সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি চালু করা হয়েছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, বিএনপি থেকে কাউকে বঞ্চিত হতে দেবো না। যারা মাঠে ছিল, ত্যাগ করেছে—তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে।”

সম্প্রতি বিএনপিকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দলের ‘অপতৎপরতা’র জবাবে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু বলেছেন, যদি পাকিস্তানপন্থী হয়ে থাকেন, তাহলে আপনারাও এদেশের মাটিতে বেশিদিন টিকতে পারবেন না। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী।

তিনি আরও বলেন, “বিএনপি কখনোই পাকিস্তানের দালালি করেনি। বরং যারা স্বাধীনতাবিরোধীদের রাজনীতিতে পুনর্বাসন করেছে, তারাই এখন আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”

একই ইস্যুতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন বলেন, জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তোদের বাবার জন্মও হয়নি তখন! সেই ইতিহাস মুছে ফেলা যাবে না।”

তিনি আরও বলেন, “বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে। আজ সেই দলের গায়ে পাকিস্তানপন্থার তকমা লাগানোর অপচেষ্টা হচ্ছে শুধুই রাজনৈতিক প্রতিহিংসা থেকে।”

জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দও এ সময় বলেন, জনগণকে বিভ্রান্ত করে বিএনপিকে ধ্বংস করা যাবে না। তারা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই ‘অপপ্রচার ও দমন-পীড়নের’ জবাব দেওয়ার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে প্রাক্তন সাংসদ ম‌নি স্বপন দেওয়ানসহ কেন্দ্রীয়, জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে নতুন সদস্যদের হাতে বিএনপির সদস্যপদ ফরম তুলে দেওয়া হয়।

অপরাধ,নিষিদ্ধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত