ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

‘জিয়াউর রহমানের কারণে জামায়াত রাজনীতির সুযোগ পেয়েছে’

‘জিয়াউর রহমানের কারণে জামায়াত রাজনীতির সুযোগ পেয়েছে’

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি জামায়াতের কৃতজ্ঞতা থাকা উচিত। তার কারণে জামায়াত আজ রাজনীতি করার সুযোগ পেয়েছে।

বুধবার (১৬ জুলাই) দুপুরে পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপিকে ঘায়েল করতে জামায়াত উঠে পরে লেগেছে এবং নতুন করে ষড়যন্ত্র করছে। কোন ষড়যন্ত্র করেই লাভ হবেনা কারণ বিএনপি হচ্ছে এ দেশের মানুষের ভালোবাসার দল। বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা জেল জুলুম নির্যাতন সহ্য করেছে। তৃণমূল থেকে শুরু করে জেলা পর্যন্ত কমিটিতে ত্যাগীরা আগে মূল্যায়িত হবে। কোনোক্রমেই হাইব্রিডরা যেন পদ না পায় সেদিকে সজাগ থাকতে হবে।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য, রাজশাহী বিভাগীয় বিএনপির দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

তিনি বলেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণ জানে এদেশকে রক্ষা করতে হলে বিএনপির প্রয়োজন। বিএনপি বার বার এদেশকে রক্ষা করেছে। দেশ নিয়ে আবারো ষড়যন্ত্র চলছে কিন্তু কোন ষড়যন্ত্র করে লাভ হবেনা।

জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাবেক এমপি এম আকবর আলী, বিএনপি নেতা নাজমুল হাসান তালুকদার রানা, গোলাম সরোয়ার, রুমানা মোর্শেদ কনকচাঁপা, ভিপি শামীম খান, আবু সাইদ সুইট, মতিয়ার রহমান সরকার, সরকার মো. রফিকুল ইসলাম, জাহিদ মোল্লা, সেলিম রেজা, সেলিম জাহাঙ্গীর, সরদার আফসার আলী, আজাদ হোসেন, মুন্সি জাহেদ আলম, রেজাতে রাব্বি উথান, ভিপি আয়নুল হক, আরিফুজ্জামান আরিফ, গোলাম আজম প্রমুখ।

জিয়াউর রহমান,জামায়াত,রাজনীতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত