ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ | বেটা ভার্সন

উখিয়ায় জমি দখলের চেষ্টার অভিযোগ

উখিয়ায় জমি দখলের চেষ্টার অভিযোগ

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং পাইন্যাশিয়া এলাকায় ৮০ শতক জমি দখলে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলেজ পড়ুয়া ছাত্র সহ কয়েকজন আহত হয়েছেন। ভুক্তভোগী রশিদ আহামদ বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

সোমবার (২১ জুলাই) উখিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

থানায় দায়েরকৃত মামলার সূত্র বলছে, উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পশ্চিম পাইন্যাশিয়া এলাকার মুহিব উল্লাহ গং এর নেতৃত্বে দীর্ঘদিন ধরে রশিদ আহমেদ এর ৮০ শতক জমি দখলের পাঁয়তারা করে আসছিল। সর্বশেষ গেল ১৮ জুলাই দিবাগত রাতে রশিদ আহামদ এর বসতভিটায় ওই এলাকার মফিজ আলম, মুহিব উল্লাহ, জাফর আলম, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ আলমসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জন দেশীয় অস্ত্রসহ দলবদ্ধ হয়ে অনধিকার প্রবেশ করে। তারা পূর্বপরিকল্পিতভাবে বাড়ির টিনের বেড়া ও ঘেরা কেটে ফেলে প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে এবং মালিকানাধীন ৮০ শতক জমি দখলের চেষ্টা চালায়।

এ সময় বাধা দিতে গেলে কলেজপড়ুয়া ছেলেকে মারধর করা হয়। ছেলের বুকে কিরিচ দিয়ে কোপ, বাম পায়ের আঙুলে দা দিয়ে কোপ এবং মাথা ও পিঠে লাঠির আঘাতে গুরুতর জখম করা হয়। ঘটনার সময় বাদীর স্ত্রী এগিয়ে এলে তার ওপরও হামলা চালানো হয়। তাকে মাটিতে ফেলে টানা হেঁচড়া ও শ্লীলতাহানি করা হয় এবং গলায় থাকা ১০ আনা ওজনের স্বর্ণের চেইন (যার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা) ছিনিয়ে নেয়।

হামলার খবর পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্তরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় আহত কলেজছাত্রকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

মামলার বাদি ও ভুক্তভোগী রশিদ আহামদ বলেন, মামলা রেকর্ড করার পর থেকে আসামিগণ নিয়মিত মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। তিনিসহ তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।

মামলা তদন্ত কর্মকর্তা ও উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) তপু বড়ুয়া বলেন, মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় নানাভাবে চেষ্টা করা হলেও অভিযুক্তদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

জমি দখল,অভিযোগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত