ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হাজীগঞ্জ উপজেলা বিএনপি'র প্রস্তুতি সভা

হাজীগঞ্জ উপজেলা বিএনপি'র প্রস্তুতি সভা

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষ্যে কর্মসূচি বাস্তবায়নে হাজীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজার বিএনপি'র অস্থায়ী কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় টেলি কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন উপলক্ষ্যে আগামী ৪ আগস্ট হাজীগঞ্জ বাজারে গণ মিছিল সফল করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করছি।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির। সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ বিল্লাল হোসেন।

সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার উল্ল্যাহ পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ শরীফ আহমেদ, ৪ নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান কানু পাটওয়ারী, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপি'র সভাপতি আবদুল কুদ্দুস মাস্টার, ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন, ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়ন বিএনপি'র সভাপতি সাইফুল ইসলাম, ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি, ৫ নং সদর ইউনিয়ন বিএনপি'র সভাপতি, হাবিব উল্যাহ্ মাস্টার, সিরাজুল ইসলাম, পৌর বিএনপি নেতা হাজী আলী আকবর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শেখ আলী আকবর, সাহাবুদ্দিন শাহীন, ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, যুবনেতা হুমায়ুন কবির সুমন, মাসুদ খাঁন, ফয়েজ আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সাল হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব ছাত্রনেতা দ্বীন ইসলাম টগর-সহ উপজেলা ও পৌর বিএনপি যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও সমর্থকবৃন্দ।

উপজেলা,বিএনপি,প্রস্তুতি সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত