
যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালেক বলেছেন, একটি চক্র ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের মিল মার্কেট এলাকায় শেখ হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে জাতীয় সরকার গঠন করা হবে এবং বিএনপি সকলকে সঙ্গে নিয়েই ক্ষমতায় আসবে।”
রাজবাড়ী সদর, পৌর ও গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। সভা সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী।
সভায় আরও বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও রাজবাড়ী ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো. আসলাম মিয়া, পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, সাবেক সভাপতি মাহবুব চৌধুরী দুলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।