
৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি ও ছাত্র-জনতার বিজয়ের স্মরণে নীলফামারীতে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নীলফামারী জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। বিজয় র্যালিটি বিএনপির জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিকেল ৪টায় শুরু হওয়া এ কর্মসূচির প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য (নীলফামারী-১) ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ.এইচ.এম. সাইফুল্লাহ রুবেল।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, “৫ই আগস্ট হলো গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থান এক নতুন ইতিহাস রচনা করেছিল। আজকের বিজয় র্যালি সেই ঐতিহাসিক আন্দোলনের স্মারক। বিএনপি জনগণের দল, এই দেশের মানুষই আমাদের মূল শক্তি।”
সভাপতির বক্তব্যে মীর সেলিম ফারুক বলেন, “এই অবৈধ সরকারের দুঃশাসনে দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা ও অর্থনীতি আজ চরম হুমকির মুখে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
সঞ্চালক এ.এইচ.এম. সাইফুল্লাহ রুবেল বলেন, “বিএনপির সংগ্রাম কোনো ব্যক্তি বা দলের নয়—এটি বাংলাদেশের আপামর জনতার অধিকার আদায়ের আন্দোলন। আজকের বিজয় র্যালি সেই বার্তা বহন করছে।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, মোস্তফা প্রধান বাচ্চু, সদস্য আনিসুর রহমান কোকো, শেফাউল জাহাঙ্গীর আলম, রেদোয়ানুল হক বাবু, অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল, মুক্তার হোসেন ও প্রবির গুহ রিন্টু।
নীলফামারী জেলা মহিলা দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি তাসমিন ফৌজিয়া ওপেল এবং সাধারণ সম্পাদক নাসরিন আক্তার।
এছাড়াও জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী এ র্যালিতে অংশ নেন। র্যালি জুড়ে ছিল শ্লোগান, ব্যানার, দলীয় পতাকা ও জনগণের ব্যাপক উচ্ছ্বাস। পুরো কর্মসূচি ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল।