
দেবহাটার সরকারী খানবাহাদুর আহছানউল্লা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে নবাগত দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এই ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাজমুল হুদা রুন্টি এবং সদস্য সচিব শিমুল হোসেন।
এসময় সরকারী কেবিএ কলেজ ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সরকারী খানবাহাদুর আহছানউল্লা কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শুভ, দপ্তর সম্পাদক তানজির মতিন, সদস্য মেহেদী হাসান, সবুজ হোসেন, শামীম হোসেনসহ ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে নবাগত ইউএনও কে এম আবু নওশাদ উপজেলার সকল উন্নয়ন কাজ ত্বরান্বিত করা ও অবৈধ কর্মকাণ্ড বন্ধে ছাত্রদল নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
এছাড়া ইউএনও উপজেলার সকল ক্ষেত্রে দুর্নীতি বন্ধ ও যাতে কোন অশুভ কাজ না হয় সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখা ও তাকে তথ্য প্রদানের আহ্বান জানান।