ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘চাদাঁ তুললে পুরস্কার, ধরা পরলে বহিষ্কার, ভাইরাল হলে গ্রেপ্তার’

‘চাদাঁ তুললে পুরস্কার, ধরা পরলে বহিষ্কার, ভাইরাল হলে গ্রেপ্তার’

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে হতে হবে। কারণ দেশের ৭১ শতাংশ মানুষ এই পদ্ধতি সমর্থন করে।

তিনি বলেন, ‘আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি ভোট বাক্স থাকবে। ইসলামের পক্ষের সবাই সেই বাক্সে ভোট দেবেন।’

মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে এই গণসমাবেশের আয়োজন করা হয়।

বক্তব্যে ফয়জুল করীম বিএনপির তীব্র সমালোচনা করে বলেন, বিএনপি দেশে ‘লুটপাটের রাজত্ব’ কায়েম করেছে। ‘তারা সিলেটে শত শত কোটি টাকার সাদা পাথর লুট করছে। চাঁদাবাজি ও লুটপাটের রাজত্ব বজায় রাখতে তারা কেবল যেনতেন নির্বাচন চায়। দেশে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থা চাপাতে চায়। তাদের নীতি হলো— চাঁদা তুললে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, আর ভাইরাল হলে গ্রেপ্তার।’

তিনি অভিযোগ করেন, সত্য কথা বলার কারণে বিএনপি এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে মামলা করেছে। “যাদের কারণে বিএনপি আজ মুক্ত পরিবেশে রাজনীতি করতে পারছে, যাদের প্রচেষ্টায় তারেক জিয়া বিদেশে যেতে পেরেছে এবং খালেদা জিয়া বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছেন— তাদের বিরুদ্ধেই মামলা দিয়েছে বিএনপি,” বলেন তিনি।

আগামী নির্বাচন প্রসঙ্গে ফয়জুল করীম বলেন, ‘জুলাই অভ্যুত্থান শুধু নির্বাচনের জন্য হয়নি। আমরা রাষ্ট্র সংস্কার, অপরাধীদের বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। এই পদ্ধতিতে হলে সব দল সংসদে যেতে পারবে। পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই।’

গণসমাবেশে সভাপতিত্ব করেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আলমগীর হোসাইন তালুকদার। আরও বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, ফরিদপুরের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, আজিজুর রহমান জার্মানিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

ভাইরাল,চাদাঁ,পুরস্কার,ফয়জুল করীম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত