
বিগত যেকোনো আন্দোলনে যুবকদের শক্তি ও ভূমিকা সফল হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামির নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে বেগমগঞ্জ উপজেলা মডেল মসজিদ হল রুমে বাংলাদেশ জামায়াতে ইসলামি বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা যুব বিভাগের আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
ইঞ্জিনিয়ার জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচনা সভা পরিচালনা করেন উপজেলা যুব বিষয়ক সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুইডেন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক ডক্টর আবু বকর সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা কর্ম পরিষদের সদস্য দীন মোহাম্মদ, উপজেলা আমির মোহাম্মদ আবু জায়েদ, সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রহিম, চৌমুহনী পৌরসভার আমির মাওলানা জসিম উদ্দিন, সেক্রেটারি এড. মিজানুর রহমান, যুব বিভাগের পৌরসভার সভাপতি নুর উদ্দিন, সাবেক ইসলামি ছাত্র শিবিরের সভাপতি মশিউর রহমান ফাহাদ।
বক্তব্যে অতিথিরা বলেন, এটা আগস্টের বাংলাদেশ, এটা যুবকদের বাংলাদেশ। তাই ইসলামকে দেখার অনেক কিছু বাকি আছে। যারা ভোটের কেন্দ্র দখল করতে আসবে তাদেরকে কঠিন হস্তে দমন করা হবে। দীর্ঘ ১৭ বছর পর যে নির্বাচন হতে যাচ্ছে সেটা হবে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। জামায়াত নির্বাচিত হলে দেশকে প্রতিনিধিত্ব করে একটি সুন্দর ও স্বচ্ছ বাংলাদেশ গড়ে তোলাই হবে মূল লক্ষ্য।