ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ধামরাইয়ে সাবেক স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

ধামরাইয়ে সাবেক স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

ঢাকার ধামরাইয়ে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর এক ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করেছেন। নিহতরা হলেন—পিংকি আক্তার (২২) ও তার সাবেক স্বামী বদর উদ্দিন (৩৫)। তাদের সংসারে সিয়াম (৪) নামে এক ছেলে রয়েছে।

আজ বুধবার সকালে ধামরাইয়ের কালামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আনসার আলীর মেয়ে পিংকি আক্তারের সঙ্গে বদর উদ্দিনের বিবাহবিচ্ছেদ হয় প্রায় ছয় মাস আগে। সকালে বদর উদ্দিন সাবেক স্ত্রীর বাসায় ছেলেকে দেখতে গেলে এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে পিংকিকে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি বিষপান করে মেঝেতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

নিহত পিংকির বাবা আনসার আলী বলেন, ‘৬ মাস আগে মেয়ের সঙ্গে বদর উদ্দিনের তালাক হয়। আজ বাসায় কেউ না থাকার সুযোগে মেয়েকে কুপিয়ে হত্যা করেছে। আমি আমার মেয়ের হত্যার সঠিক বিচার চাই।’

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যার পর বদর উদ্দিন বিষপান করে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে প্রকৃত কারণ জানা যাবে।’

পুলিশ জানায়, স্বামী-স্ত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্বামীর আত্মহত্যা,সাবেক স্ত্রীকে হত্যা,ধামরাই
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত