ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পীরগঞ্জের হরিপুর মাদ্রাসায় গাছ বিক্রির নিলাম স্থগিত

পীরগঞ্জের হরিপুর মাদ্রাসায় গাছ বিক্রির নিলাম স্থগিত

রংপুরের পীরগঞ্জে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিরোধের কারণে হরিপুর সিনিয়র মাদ্রাসার গাছ বিক্রির নিলাম ডাক স্থগিত হয়ে গেছে।

সোমবার (২৫ আগস্ট) উক্ত মাদ্রাসায় এ গাছ বিক্রির নিলাম ডাক স্থগিত করতে বাধ্য হন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার হরিপুর সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান মাদ্রাসাটির আওতাধীন ৫০টি গাছ বিক্রির জন্য গত ১৪ আগস্ট দরপত্র আহ্বান করেন। সে অনুযায়ী ৪৪ জন ব্যক্তি ডাকে অংশগ্রহণের জন্য প্রত্যেকে ৩০ হাজার টাকা করে পে অর্ডার জমা দেয়। সোমবার ১২টায় মাদ্রাসায় উন্মুক্ত নিলাম ডাক হওয়ার কথা ছিল।

কর্তৃপক্ষ নিলাম ডাকের সকল প্রস্তুতিও সম্পন্ন করে। এদিকে এ নিলাম ডাককে কেন্দ্র করে সোমবার সকাল থেকে মাদ্রাসা এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এলাকার তিন শতাধিক ব্যক্তি মাদ্রাসার সামনে গাছ ডাকের প্রতিবাদে মানব বন্ধন করে এবং মাদ্রাসরার অভ্যন্তরে প্রবেশ করে তীব্র প্রতিবাদ জানায়।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদ্রাসায় যেহেতু নিয়মিত কমিটি নেই এবং মাদ্রাসার অধ্যক্ষ নিয়েও বিতর্ক রয়েছে। তাই আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগও দিয়েছি । এ অবস্থায় গাছ বিক্রির টাকা আত্মসাতের সম্ভাবনা রয়েছে। তাই আমরা প্রতিষ্ঠানের স্বার্থে নিয়মিত কমিটি না হওয়া পর্যন্ত মাদ্রাসার গাছ বিক্রি করতে দিবনা ।

এদিকে সার্বিক এ অবস্থার পরিপ্রেক্ষিতে মাদ্রাসায় উপস্থিত উপজেলা বন কর্মকর্তা, পুলিশ, নিলাম ডাকে আগ্রহী ব্যক্তির মতামত ও এলাকাবাসীর দাবির কারণে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে গাছ বিক্রির নিলাম ডাক স্থগিত করেন ।

মাদ্রাসা,গাছ বিক্রি,নিলাম,স্থগিত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত