
রংপুর হাইওয়ে পুলিশ এবং সশস্ত্র বাহিনীর যৌথ চেকপোস্টে ২৯ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।
শনিবার দুপুরে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন জানায়, গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী বোদা ক্যাম্প এবং হাইওয়ে পুলিশের বোদা হাইওয়ে থানা যৌথ চেকপোস্টে পঞ্চগড় জেলার বোদা থানাধীন নাজিরপাড়া গ্রামে বোদা বাইপাস তিনরাস্তার মোড় শাবাবা প্লাজার সামনে মহাসড়কে মোটরসাইকেল চেকিং করা হয়।
চেকিংয়ের সময় মোটরসাইকেল চালক মো. সম্রাট ইসলাম (১৯) ও মো. জনি ইসলাম (২৪) থেকে বাজারের ব্যাগের মধ্যে ২৯ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেনসিডিল এবং একটি ১৫০ সিসি হাঙ্ক মোটরসাইকেল উদ্ধার করা হয়।
হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বাংলাদেশ সেনাবাহিনী এবং হাইওয়ে পুলিশের যৌথ চেকপোস্ট কার্যক্রম আগামী দিনগুলিতে আরও জোরদার করা হবে। বিগত কিছুদিন ধরে সশস্ত্র বাহিনীর সহায়তায় হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নে মহাসড়কের নিরাপত্তায় সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। গত কয়েক মাসে সহায়তায় হাজারাধিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়েছে। এর ফলে মহাসড়কের মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে এবং সড়কে যানবাহনের শৃঙ্খলাও পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।