ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মায়ানমার থেকে মাদক পাচারকালে আটক ১০, মালামাল উদ্ধার

মায়ানমার থেকে মাদক পাচারকালে আটক ১০, মালামাল উদ্ধার

কোস্ট গার্ড মায়ানমার থেকে পণ্যের বিনিময়ে ইয়াবা ও অন্যান্য মাদকপদার্থ পাচারকালে ১০ জন পাচারকারীকে আটক করেছে। রবিবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে মায়ানমার থেকে মাদকদ্রব্য বাংলাদেশে আনার চেষ্টা করছিল।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৬ সেপ্টেম্বর রাত ১০টায় সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ৪০০ বস্তা আলু, ৪০ বস্তা রসুন এবং পাচার কাজে ব্যবহৃত বোটসহ ১০ জনকে আটক করা হয়। জব্দকৃত মালামাল ও আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, চোরাচালান রোধের জন্য ভবিষ্যতেও কোস্ট গার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আটক ১০,মাদক পাচার,মায়ানমার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত