ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ গণছুটি, ভোগান্তিতে ৫ লক্ষাধিক গ্রাহক

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ গণছুটি, ভোগান্তিতে ৫ লক্ষাধিক গ্রাহক

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীদের গণছুটির কারণে বিদ্যুৎ সরবরাহে স্থবিরতা দেখা দিয়েছে। ফলে পীরগঞ্জ, পীরগাছা, সুন্দরগঞ্জ, সাদুল্যাপুরসহ সমিতির আওতাধীন সাতটি জোনাল ও সাব জোনাল অফিস এবং ১৩টি সাব স্টেশনের প্রায় ৫ লক্ষাধিক গ্রাহক ভোগান্তিতে পড়েছেন।

জানা গেছে, চার দফা দাবিতে গত ৭ সেপ্টেম্বর থেকে কর্মকর্তা-কর্মচারীরা গণছুটি পালন করছেন। এর ফলে অফিসপাড়া, ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানসহ আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানান, পরিস্থিতি দীর্ঘায়িত হলে পল্লী অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হবে।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশরাফ উদ্দিন খান বলেন, ‘এ পর্যন্ত ৪৮২ জন কর্মকর্তা-কর্মচারী গণছুটিতে রয়েছেন। তবে আমরা দক্ষ জনবল ও নিজস্ব লোকবল দিয়ে বিদ্যুৎ সরবরাহ সচল রাখার চেষ্টা করছি।’

৫ লক্ষাধিক গ্রাহক,ভোগান্তিতে,পল্লী বিদ্যুৎ সমিতি,রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত