
বেসরকারি সংস্থা আশা রংপুর বিভাগীয় পর্যায়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার সকালে এনজিও ফোরাম হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় ঋণ ও সঞ্চয় কর্মসূচির পাশাপাশি আশা’র শিক্ষা, শিক্ষা বৃত্তি, প্রাথমিক চিকিৎসা, ফিজিওথেরাপি, স্যানিটেশন ও দুর্যোগকালীন সহায়তা ইত্যাদি সামাজিক উন্নয়ন কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়।
আশা-রংপুর বিভাগের ৪৩৫টি ব্রাঞ্চে ২০২৪-২০২৫ অর্থবছরে মোট ৯,৭৭,১৮৩ জনকে ৪.৩৯ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে।
বর্তমানে রংপুর বিভাগে ১৮৪টি ব্রাঞ্চে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। এর আওতায় ২৭৬০টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ৫২০ জন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে।
এছাড়া রাজারহাট (কুড়িগ্রাম), বড়াইবাড়ী (রংপুর) ও ধুকুরঝাড়ী (দিনাজপুর) ব্রাঞ্চে সমন্বিত স্বাস্থ্যকেন্দ্র পরিচালিত হচ্ছে। এ ছাড়া রংপুর শহরে একটি ফিজিওথেরাপি সেন্টারও চালু রয়েছে।
২০২৪-২০২৫ অর্থবছরে সামাজিক খাতে আশা ১১০ কোটি টাকা ব্যয় করেছে। ২০২৫-২০২৬ অর্থবছরে এ খাতে ১৭৫.৩৩ কোটি টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আশা-ঢাকা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. নাহিদ খান, রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মনাব্বর হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক মেরিনা লাভলী।
সভায় সভাপতিত্ব করেন আশা’র ডিভিশনাল ম্যানেজার নএসএম বেলাল হোসেন। প্রধান অতিথি সাংবাদিকদের উদ্দেশে বলেন, প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করা স্বচ্ছতা ও জবাবদিহিতার সাহসী উদ্যোগ।