ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পীরগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্র চালুর দাবিতে স্বারকলিপি

পীরগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্র চালুর দাবিতে স্বারকলিপি

রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাশপীর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার খালাশপীর এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাধ্যমে এ স্বারকলিপি প্রদান করা হয়।

পরে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের হাতেও স্বারকলিপির অনুলিপি হস্তান্তর করা হয়।

স্বারকলিপিতে উল্লেখ করা হয়, চব্বিশের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাঈদের বাড়ি সংলগ্ন খালাশপীর এলাকায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি দীর্ঘদিন যাবৎ অচল অবস্থায় পড়ে আছে। সেখানে নেই কোন ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট বা প্রয়োজনীয় ওষুধ-সরঞ্জাম। ফলে মা ও শিশু সহ এলাকার সাধারণ মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

সমাজের স্বল্প আয়ের মানুষজন চিকিৎসার জন্য দূরবর্তী হাসপাতাল ও ক্লিনিকে যেতে বাধ্য হচ্ছেন। সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় প্রাণহানির আশঙ্কা তৈরি হচ্ছে।

এ কারণে খালাশপীর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্থায়ীভাবে জনবল কাঠামো অনুযায়ী ডাক্তার ও নার্স নিয়োগের মাধ্যমে জরুরি চিকিৎসা কার্যক্রম চালুর মাধ্যমে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য উপদেষ্টার প্রতি আহবান জানানো হয়েছে।

স্বারকলিপি,চালুর দাবি,মা ও শিশু কল্যাণ কেন্দ্র,পীরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত