ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে পুষ্টি মেলা ও আন্তঃসামাজিক উন্নয়ন কেন্দ্র এর প্রতিযোগিতা

রংপুরে পুষ্টি মেলা ও আন্তঃসামাজিক উন্নয়ন কেন্দ্র এর প্রতিযোগিতা

রংপুরে পুষ্টি মেলা ও আন্তঃসামাজিক উন্নয়ন কেন্দ্র এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) গ্রাম বিকাশ কেন্দ্র কর্তৃক বাস্তবায়িত এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পিকেএসএফ এর অর্থায়নে গংগাচড়া আরাজিনিয়ামত সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পুষ্টি মেলা ও আন্তঃসামাজিক উন্নয়ন কেন্দ্রের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গংগাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহাফুজার রহমান, মোঃ ওয়াহেদুজ্জামান রাসেল, ইউপি সদস্য, প্রকল্প সমন্বয়কারী ডাঃ মোঃ শামসুর রহমান, গ্রাম বিকাশ কেন্দ্র, তাহিরা আখতার বানু, পরিবার কল্যাণ সহকারী, গংগাচড়া, এলাকা ব্যবস্থাপক সুদাসন রায়, গ্রাম বিকাশ কেন্দ্র, প্রোগ্রাম অফিসার -লাইভলীহুড মোঃ আসাদুজ্জামান, টিও-সিএম মোঃ জিয়াউর রহমান, টিও-নিউট্রিশন সুরাইয়া আক্তার, শাখা ব্যবস্থাপক মোঃ মেহেদী হাসান, এমআইএস অফিসার কাজী মাহবুব হাসান, সহকারী কারিগরি কর্মকর্তা-পুষ্টি হিরু কুমার রায়, রাহেনা খাতুন, রেশমা খাতুন, মো. আসাদুল ইসলামপ্রমুখ।

মেলায় কিশোরী ক্লাবের সদস্য, মা ও শিশু ফোরামের সদস্য ও কমিউনিটির মানুষ, স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা মেলায় অংশগ্রহণ করেন।

দিনব্যাপী পুষ্টি মেলায় স্টল পরিদর্শন, খেলাধুলা, নাচ-গান, পথনাটক প্রদর্শন, স্যাটেলাইট ক্লিনিক পরিচালনার মাধ্যমে স্বাস্থ্যসেবা, পুষ্টিকর খাবার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, টাইফয়েড টিকা নিবন্ধনকরণসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।

পুষ্টি মেলা,আন্তঃসামাজিক উন্নয়ন কেন্দ্র,প্রতিযোগিতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত