
রংপুরে র্যাব-১৩-এর পৃথক অভিযানে মোট ৫৮.৯ কেজি গাঁজা জব্দ এবং ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-১৩ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
প্রথম অভিযানে, শুক্রবার রাত ১১টার দিকে ব্যাটালিয়ন সদর, রংপুরের একটি আভিযানিক দল লালমনিরহাট জেলার আদিতমারি থানাধীন ৭ নং পলাশী ইউপির মদনপুর সাকিনস্থ চা দোকানের সামনে অভিযান পরিচালনা করে।
ধৃত দুই আসামীর ব্যবহৃত ট্রাক তল্লাশী করার সময় সাদা বস্তার মধ্যে ২৮.৮ কেজি গাঁজা ও ১টি ট্রাক জব্দ করা হয়।
এ ঘটনায় মো. বকুল হোসেন (৩৩) এবং সজিব আহমেদ আকন্দ (২৬)কে গ্রেফতার করা হয়।
দ্বিতীয় অভিযানে, র্যাবের একটি আভিযানিক দল শনিবার বিকেলে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন ১৫ নং ওয়ার্ডের মর্ডান মোড়স্থ মো. মনিরুজ্জামানের কনফেকশনারী দোকানের সামনে অভিযান চালিয়ে ১টি টিভির কার্টনের মধ্যে রাখা ২০.১ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় আয়েশা খাতুনকে গ্রেপ্তার করা হয়।
তৃতীয় অভিযানে, শনিবার রাতের দিকে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন পার্ক মোড় সংলগ্ন রিয়াম শপিং-এর সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০ কেজি গাঁজাসহ মো. কবির হোসেন নয়ন (৩০)কে আটক করা হয়।
র্যাব-১৩ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদেরকে পরবর্তী কার্যক্রমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ অভিযানগুলো মাদক বিরোধী অভিযানের ধারাবাহিক অংশ হিসেবে সম্পন্ন হয়েছে এবং র্যাব-১৩ জনসাধারণের সহায়তায় মাদক প্রতিরোধে অগ্রসর রয়েছে।