
সাভারের আশুলিয়ায় আয়েশা গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে দুপুর ১২টা ১৫ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশের ওই কারখানাটিতে আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেল অধিদপ্তরের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম।
তিনি জানান, খবর পাওয়ার পর জিরাবো ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে ডিইপিজেড ফায়ার স্টেশনের আরও চারটি ইউনিট যোগ দেয়। সম্মিলিত প্রচেষ্টায় বেলা ২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও নিশ্চিত নয়। আগুনের উৎস অনুসন্ধানে কাজ চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।