
চট্টগ্রামের হাটহাজারীতে মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) নামে বিএনপির এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় গাড়িতে থাকা আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিকভাবে গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট বাজারের পানি শোধনাগার মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার সময় আবদুল হাকিম প্রাইভেট কারে চড়ে রাউজান থেকে চট্টগ্রামে ফিরছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বলেন, নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে আবদুল হাকিম মারা যান। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, একদল মোটরসাইকেল আরোহী দুর্বৃত্ত আবদুল হাকিমের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করেছে বলে তাঁরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন।
জানা গেছে, নিহত আবদুল হাকিম উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা এবং ওই এলাকায় তার প্রতিষ্ঠিত হামিম অ্যাগ্রো নামে একটি গরুর খামারের স্বত্বাধিকারী। পাশাপাশি তার ভেষজ পণ্য ও বালুর ব্যবসাও ছিল।