
নোয়াখালীর চৌমুহনী চতুর্মুখ সড়ক চৌরাস্তায় বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমীন চত্বরে নোয়াখালীকে বিভাগ ঘোষণা করার দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বেগমগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ।
বুধবার সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক ও মেয়র প্রার্থী জহির উদ্দিন হারুন, মহসিন, আহছান, রুস্তম ও নজরুলসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ ছাড়া বৈষম্য আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ—মামুনুর রশীদ তুষার, মেহেদী হাসান শিমান্তসহ আরও অনেকে—এই কর্মসূচিতে অংশ নেন।